
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন-৫) এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেরনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে টুর্নামেন্টটি এক অনন্য রূপ নেয়।
বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জারিফ ফার্মার সত্ত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম দিপু।
অনুষ্ঠানে উপদেষ্টা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাহের হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার বিএনপি’র সহ সভাপতি আবু ইউছুপ রুপম, ফারুকুল ইসলাম, ডাঃ কাজী কামাল হোসেন, ডাঃ মোঃ মোবারক হোসেন, ওমর ফারুক, সাংবাদিক রাফিউ হাসান হামজা প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে নামে। খেলোয়াড়দের নৈপুণ্য, গতি, এবং দুর্দান্ত স্ট্র্যাটেজি দর্শকদের মুগ্ধ করে। চমৎকার ড্রিবলিং আর রোমাঞ্চকর মুহূর্তে মাঠে একের পর এক করতালির ঝড় ওঠে।
খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনার পারদ, যেখানে বিজয়ী দল শেষ বাঁশি বাজার আগেই নিশ্চিত করে তাদের শ্রেষ্ঠত্ব। মাঠজুড়ে ছিল উল্লাস, বিজয়োল্লাসে মেতে ওঠে সমর্থকরা।
প্রধান অতিথি অধ্যাপক মোজাহের হোসেন বলেন, “তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু বিনোদন নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশেরও অংশ।”
বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সোহাগ বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ শেখায়। এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে, যাতে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন।
বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও আকর্ষণীয় টুর্নামেন্টের প্রত্যাশা করছেন।