
বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামাল পবিত্র রমজান মাস উপলক্ষে শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ”
(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু—আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।)
তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়ার শিক্ষা দেয়। এ মাসে মহান আল্লাহ আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দিয়েছেন। কুরআনে এসেছে—”
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। – সূরা আল-বাকারাহ: ১৮৩)
মোঃ মোস্তফা কামাল আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজ নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের মুখে রয়েছে। রমজানের শিক্ষা আমাদের নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে একটি সুস্থ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করে।”
তিনি শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণকে বেশি বেশি কুরআন তিলাওয়াত, ইবাদত-বন্দেগি, দোয়া ও দান-সদকা করার আহ্বান জানান এবং বলেন, “যারা অসহায় ও দুস্থ, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন দানশীলতায় এগিয়ে থাকি।”
তিনি আরও বলেন, “আমি শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনকে কল্যাণময় করেন। আমিন।”
পরিশেষে তিনি কুরআনের একটি দোয়া তুলে ধরেন:
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
(হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে (আমাদের ইবাদত-বন্দেগি) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। – সূরা আল-বাকারা: ১২৭)