
পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তি ও দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। এক বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
ফারুক হোসেন মিয়াজি তাঁর বার্তায় বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এ বছর রমজান এমন এক সময়ে এসেছে, যখন দেশ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আসুন, আমরা এই পবিত্র মাসে দোয়া করি যেন দেশে শান্তি ফিরে আসে এবং মানবতা জয়ী হয়।”
ফারুক হোসেন মিয়াজি শাহরাস্তিবাসীকে ত্যাগ ও সংযমের আদর্শকে ধারণ করে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “রমজানের প্রকৃত তাৎপর্য হলো মানুষের কল্যাণে কাজ করা। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।”
তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় জীবন কামনা করে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র মাস সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।