
প্রতিবছরের মতো এ বছরও পঞ্চমবারের মতো ৪০ জন অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শাহরাস্তির দারুন করা ফরাজি বাড়ীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক সহায়তা, শ্রম ও উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের পেছনে থাকা সকল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেন এই মহৎ কাজ অব্যাহত রাখা সম্ভব হয়।
সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগ সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে। আয়োজকেরা সকলের দোয়া কামনা করেছেন, যাতে প্রতি বছর তারা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।
Facebook Comments Box