ঢাকা , শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তিতে রোমহর্ষক হত্যা: জবানবন্দিতে সোনিয়া ও পান্নার স্বীকারোক্তি, অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপর পুলিশ সৌদি আরবে চাঁদপুর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত লক্ষ্মীপুরের তোফাজ্জল হোসেন নিখোঁজ শাহরাস্তিতে অবৈধ ইটভাটার কার্যক্রম স্থগিত: জেলা প্রশাসকের নির্দেশনা প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাহরাস্তিতে অবৈধ দখল উচ্ছেদ: জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের কঠোর পদক্ষেপ সর্বস্তরের মানুষের সম্মানে শ্রীপুর পৌর বিএনপির ইফতার দাওগাঁও ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত শাহরাস্তিতে তরুণদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নামাজে ইমামতি করে প্রসংশায় ভাসছেন ছাত্রদল নেতা মো: নাজমুল হাসান

শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির জমকালো প্রোগ্রাম অনুষ্ঠিত: গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে ২২ ফেব্রুয়ারী রোজ শনিবার, শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শিক্ষকগণকে সম্মান জানাতে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম ও দেবকরা উচ্চ বিদ্যালয়ের নূরজাহান আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক, জারিফ ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম দীপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. শাহজাহান মিয়া, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকগণকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পর্বে বিশিষ্ট শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিক্ষার গুরুত্ব ও সামাজিক মূল্যবোধ তুলে ধরেন।

৩৪ বছর পর গত ১১ নভেম্বর প্রথম বারের মতো মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন নির্বাচনে প্রায় সাড়ে পাচঁশ’র মতো শিক্ষক-কর্মচারী ভোট প্রদান করেন৷ প্রোগ্রাম শুরুর দিকে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে।

শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য। ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান। সমাপ্তি ঘোষণার আগে সম্মানিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের এক অনন্য সম্মিলন ছিল এই জমকালো আয়োজন, যা উপস্থিত সকলের মনে গভীর দাগ কেটে যায়।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে রোমহর্ষক হত্যা: জবানবন্দিতে সোনিয়া ও পান্নার স্বীকারোক্তি, অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপর পুলিশ

শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির জমকালো প্রোগ্রাম অনুষ্ঠিত: গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন

Update Time : ০১:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে ২২ ফেব্রুয়ারী রোজ শনিবার, শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শিক্ষকগণকে সম্মান জানাতে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম ও দেবকরা উচ্চ বিদ্যালয়ের নূরজাহান আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক, জারিফ ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম দীপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. শাহজাহান মিয়া, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকগণকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পর্বে বিশিষ্ট শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিক্ষার গুরুত্ব ও সামাজিক মূল্যবোধ তুলে ধরেন।

৩৪ বছর পর গত ১১ নভেম্বর প্রথম বারের মতো মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন নির্বাচনে প্রায় সাড়ে পাচঁশ’র মতো শিক্ষক-কর্মচারী ভোট প্রদান করেন৷ প্রোগ্রাম শুরুর দিকে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে।

শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য। ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান। সমাপ্তি ঘোষণার আগে সম্মানিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের এক অনন্য সম্মিলন ছিল এই জমকালো আয়োজন, যা উপস্থিত সকলের মনে গভীর দাগ কেটে যায়।

Facebook Comments Box