
সোমবার (১৭ ফেব্রুয়ারী) চাঁদপুর হাসান আলী মাঠে চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সে লক্ষ্যে শাহরাস্তি-হাজীগঞ্জ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিষ্টার কামাল উদ্দিনের পক্ষে বিরামহীন প্রচার-প্রচারণা, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় শাহরাস্তি ও হাজীগঞ্জে। সমাবেশ সফল করতে তার নেতৃত্বে বিশাল শো-ডাউন নিয়ে চাঁদপুর জেলা বিএনপি’র সমাবেশে যোগ দেন তিনি৷
চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহা সমাবেশ সফল করতে আজকের এই সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা এবং ওয়ার্ড পর্যায়েও তোড়জোড় প্রচারণা করেন তার অনুসারীরা।
চাঁদপুর জেলা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। প্রায় লাখো মানুষের সমাগম হয়েছে আজকের সমাবেশে।
ব্যারিষ্টার কামাল উদ্দিন জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লব ও ফ্যাসিস্ট সরকার পট-পরিবর্তনের পর চাঁদপুরে প্রথমবার বড় ধরনের জনসভা করলো বিএনপি। এই সমাবেশকে বিএনপির আগাম নির্বাচনী শোডাউন হিসাবেও দেখছেন তিনি।
উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।