
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের হাটপাড় গ্রামবাসীর উদ্যোগে হাটপাড় ভূঁইয়া বাড়ি সংলগ্ন মাঠে লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট, সিজন ১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন ।
আয়োজক কমিটির বেলায়েত হোসেনের সঞ্চালনায় চাঁদপুর জেলা বিএনপি ও প্রবাসী কল্যাণ সম্পাদক ও শাহরাস্তি উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক সাংবাদিক মোঃ রাফিউ হাসান হামজা, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, আব্দুস সাত্তার গাজী প্রমুখ।
প্রধান মেহমান মোস্তফা কামাল সুমন বলেন, মাদকের বিরুদ্ধে এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমাদের সমাজে মারাত্মক ব্যাধি হচ্ছে মাদক ও কিশোর গ্যাং। এগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য এমন খেলাধূলাই যথেষ্ট নয়, বরং সমাজের সকল মানুষ ও পরিবারকে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।
মাদকের ভয়াবহতা সম্পর্কে শিশুদেরকে সচেতনতা ও মাদকের কুফল সম্পর্কে ধারণা দিতে পরিবার তথা সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সুস্থ সবল প্রজন্ম এবং সমৃদ্ধশালী দেশ তৈরী করতে হলে আমাদেরকে সমৃদ্ধশালী জনগোষ্ঠী তৈরী করতে হবে। আর এজন্য অবশ্যই মাদক নির্মূলে সকল সচেতন নাগরিককে ভূমিকা রাখতে হবে। মাদক নির্মূলে এরকম খেলাধূলার আয়োজন সমাজের সকল স্থানে করা দরকার।
ফাইনালে চেচিয়ালা টাইগার্স স্পোর্টিং ক্লাব ৭ উইকেটের বিশাল জয় লাভ করেন মুদাফরগঞ্জ একাদশের বিপক্ষে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।