
“মাদককে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে আলোকিত নোয়াপাড়া কর্তৃক আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়েছে।
বুধবার, ১২ ফেব্রুয়ারী, বিকেল ৪ ঘটিকায় নোয়াপাড়া মাঠে একদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল অনুষ্ঠিত হয়।
বেরনাইয়া শাহ শরীফ হাসপাতালের সহযোগিতায় শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেরনাইয়া শাহ শরীফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কাজী কামাল হোসেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার।
প্রায় ৩২ টি দল অংশগ্রহণ করছে মিনি এই ফুটবল টুর্নামেন্টে। ফাইনাল ম্যাচে নুনিয়া ইউনাইটেড সরকার ক্লাব ১-০ গোলে বন্ধু একাদশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।