গত কয়েকদিনে কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে শাহরাস্তি উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঠাকুরবাজারের চিশতিয়া এতিমখানায় শীতবস্ত্র (কম্বল) নিয়ে হতদরিদ্র ও এতিম শিশুদের পাশে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।
১১ ফেব্রুয়ারী, রোজ মঙ্গলবার, শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে অবস্থিত চিশতিয়া এতিমখানায় অসহায়-হতদরিদ্র এতিম শিশুদের তিনি তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সদ্য উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে নিগার সুলতানা স্যার যোগদান করার পর শীতের প্রকোপের কথা ভেবে এতিম শিশুদের নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এই সময় তার সাথে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাক ছিলেন।
শীতবস্ত্র পাওয়া এতিমখানার দায়িত্বশীল নুরুল ইসলাম জানান, হঠাৎ করে প্রশাসন থেকে আমাকে জানানো হয় এতিম শিশুদেরকে শীতবস্ত্র দিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা আমাদের এখানে আসবে। একজন উপজেলা নির্বাহি কর্মকর্তা এতিম ও অসহায় শিশুদের শীতের কষ্টের কথা ভেবে এভাবে ছুটে চলে আসা সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের এতিম বাচ্চারা শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশী।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮