
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে আনন্দপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আনন্দপুর জামে মসজিদ প্রাঙ্গনে বাদ যোহর বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
আনন্দপুর জামে মসজিদের সাবেক সভাপতি ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক লিয়াকত আলী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বক্তা নারায়নগঞ্জের থানা পুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহমদ নগর আব্দুল আজিজ ফাজিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ আবু সুফিয়ান সেলিম, হযরত শাহরাস্তি (রাঃ) বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহাম্মদ জাকারিয়া আল-হোসাইনী, আনন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওঃ ফিরোজ মাহমুদ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন বাচ্চু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও ঢাকা দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শামছুল ইসলাম মোহন, ভিআইপি ল্যান্ড মার্ক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বিল্লাল হোসেন বেলাল প্রমুখ।