"কারিগরি প্রশিক্ষণ নিন, বদলে যাবে আপনার দিন" স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সজিব কম্পিউটার্স এন্ড আইটি ইনস্টিটিউটের মাধ্যমে বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের" প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া উত্তর বাজারের অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মোঃ শরীফ হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগৈ ইসলামি দাখিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাঈনুদ্দিন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খিলাবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাউছার আলম, সাংবাদিক শাহ আলম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়াজি, হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানের মধ্যে দিয়ে দেশ বদলানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অনেক পন্থা আছে। যেমন বিভিন্ন কর্মসংস্থানে কাজ করেও দেশ বা পৃথিবী বদলানো যায়। কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ-তরুণীরা যেভাবে অনলাইনের মাধ্যমে ডলার ইনকাম (আয়) করছেন তা দেশের অর্থনীতিকে সচল রাখবে। পাশাপাশি যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে এইবারের কোর্সে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮