শাহরাস্তির দোয়াভাঙ্গায় অবস্থিত দারুল কারীম আল-ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মেধাকে শাণিত করে নৈতিক বাংলাদেশ গড়ার কাজে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসা এবং শিক্ষার্থীদের দ্বীন শিক্ষার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু গাফর উল্লাহ, নুর ভিশন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা বদিউল আলম, ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন, মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরীতে জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পর ইসলামিক সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। মাদ্রাসার সকল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনাড়ম্বর একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন মাদ্রাসার কর্তৃপক্ষ।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮