
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১ টার সময়
শাহরাস্তি থানা পুলিশ পাথৈর গ্রামের মহাজন বাড়ীর খোরশেদ আলমের ছেলে সাব্বির হোসেন (২৭)কে আটক করে। তার নিকট হতে ০১(এক) কেজি গাঁজা, ০৭ (সাত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ বোতল হুইস্কি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এবিষয়ে শাহরাস্তি উপজেলার থানা ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) জানিয়েছেন, আমরা মাদকের কুফল বিষয়ে জনগণকে সচেতনতা নিয়ে কাজ করছি, সামাজিক প্রোগ্রামের মাধ্যমে গ্রামের লোককে সচেতন করছি, মাদকের বিরুদ্ধে আমরা শক্ত রয়েছি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার মামলা নং-০৩, তারিখ-০৪/০২/২০২৫ ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/ ১০ (ক)/ ২৪ (ক) রুজু করা হয়।