
রক্তদানের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল আজ তাদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সফলভাবে উদযাপন করেছে। অনুষ্ঠানটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুর রহমান ফরহাদ। আরও উপস্থিত ছিলেন, মাওলানা ইব্রাহিম আল হানাফি, গোলাম কিবরিয়া টিপু, মোঃ আসাদুজ্জামান, মোঃ রাকিব সিকদার, রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল এর পরিচালক মোঃ শাহরিয়ার ইসলাম এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিপাড়া মুঈনুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশীদ। তিনি তার বক্তৃতায় বলেন, “রক্তদানের গুরুত্ব আমাদের সমাজে ক্রমেই বেড়ে চলেছে। রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল এর মাধ্যমে মানুষকে রক্তদানে উৎসাহিত করা এক বিশাল পদক্ষেপ, যা জীবন বাঁচাতে সাহায্য করছে।”
অনুষ্ঠানে রক্তদানে আগ্রহীদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করার জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া রক্তদাতাদের সংবর্ধনা জানিয়ে তাদের পুরস্কৃত করা হয়। ফাউন্ডেশনের সভাপতি বলেন, “আমাদের লক্ষ্য শুধু রক্ত সংগ্রহ নয়, বরং রক্তদানে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের এই উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতা অনেক বড় ভূমিকা রাখছে।”
এছাড়া অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক কর্মসূচি এবং আলোচনা সভা আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল এর ভবিষ্যৎ কার্যক্রমে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এছাড়া উক্ত সংগঠন থেকে ১৫৮ ব্যাগ ব্লাড এ পর্যন্ত ডোনেশন করা হয় এবং ৩ বার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন হওয়ায় রক্তসেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল সমর্থক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যেকোনো সময়ে জরুরি রক্তের প্রয়োজনে এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে, আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইলো।
গ্রুপ: রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল