
ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের বর্ধিত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের কৃতি সন্তান সজীব হোসেন স্বাধীন।
ছোটোবেলা থেকে গ্রামে বেড়ে উঠা স্বাধীন টাঙ্গাইলের নাগরপুর থানার ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক শেষ করে। ২০১২ সালে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। একই কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। বিএনপি পরিবার থেকে বেড়ে উঠা স্বাধীনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল রাজনীতি নিয়ে। ২০১২ সালে কলেজে ভর্তি হওয়ার পরেই প্রত্যক্ষভাবে ছাত্রদলের রাজনীতি শুরু করে। দীর্ঘ এক যুগ বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন ভাবে হামলা, মামলা এবং জেল জুলুমের স্বীকার হতে হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাধীন বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি নজরুল সরকারি কলেজ শাখার নব-গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত করায় প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও বিপ্লবী সাধারণ-সম্পাদক নাসির উদ্দীন নাসির এর প্রতি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। ফ্যাসিবাদ বিদায়ের পর থেকেই ক্যাস্পাসে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নৈতিক সকল দাবি আদায়ের জন্য এবং একটি আদর্শ ক্যাম্পাস বির্ণিমানে কাজ করে যাচ্ছে। আগামীতে ছাত্রদল একটি সুস্থ ধারার ছাত্ররাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির পক্ষে।
তিনি আরো বলেন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলে সিট দখল, গেস্টরুমে র্যাগিং, ইভটিজিং, শিক্ষার্থীদের জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেয়া, পেশী-শক্তি নির্ভর ছাত্ররাজনীতি ক্যাম্পাসে হতে দিবে না। রাজনীতি হবে মেধার এবং সাধারন শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের আচরণ হবে বন্ধু সুলভ। সর্বোপরি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমার টাঙ্গাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।