
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে ৭টি পরিবহনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার পৌর শহরের প্রধান সড়কে উপলতা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই সময় সড়কে চলমান যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ওই সময় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে অভিযুক্তদের সড়ক পরিবহন আইন, ২০১৮সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৪(১) লঙ্ঘনের অপরাধসহ বিভিন্ন ধারায় এ দন্ড প্রদান করেন। একই সঙ্গে তিনি সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার আহ্বান জানান। এ সময় এ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি সহকারী সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী,শাহরাস্তি মডেল থানার দায়িত্বরত পুলিশ অফিসার সঙ্গীও ফোর্স ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।