শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা কাউছার ইসলাম, সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক বাবর ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো.আবুল কালাম, শাহরাস্তি শিক্ষক কল্যান সমিতির সিনিয়র সহসভাপতি ও স্কুল শাখার সিনিয়র শিক্ষক মো. আবুল বাসার।
উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক রিক্তা রাণি, রত্ন রাণি দেবনাথ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী আবু ইউসুফ, মহি উদ্দিন রিপন, ফারুক আহমেদ ও আবদুল মমিন। কোষাধ্যক্ষ রিফাদুল ইসলাম, এবং সংগঠনের বিভিন্ন পদে থাকা সদস্যগন:- জহির রায়হান, নোমান পাঠান, সুপ্ত , তুহিন, সিহাব, মেহেদী, তারেক, অমিত, আল আমিন, মিরাজুল, মোনাব্বের, রাকিব, রেজাউল, মিনহাজ, রাসেল, নোমান, নাইম, রাকিব, জাহিদ, মোহন, মোশাররফ, মুন্না, রবিউল, রাফি,অনিক, ইমন, জাকির, আরাফাত, বিজয়, শাওন, সৌরভ, শাকিল, পারভেজ, শাহাদাৎ,সাইফ, আহাদ,,সাইফ (২),রাহিম প্রমুখ।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ইতিমধ্যে এ সংগঠনের উদ্যোগে নিয়মিত রক্তদান কর্মসূচি, অসহায় রোগীদের চিকিৎসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ, গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যায় অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করাসহ সামাজিক উন্নয়নের জন্য নানাদিকে কাজ হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮