বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ ২০১৩ সালের ১৫ ই জানুয়ারী ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি ১৯৫০ সালের পহেলা জানুয়ারী জন্মগ্রহণ করেন।পিতা মৌলভী আবদুল গফুর ছিলেন তৎকালীন দেশ বরেন্য আলেম। মাতা হালিমা খাতুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে।
খুবই অল্প বয়সে আবদুর রউফ পিতা হারা হন।৪ ভাইয়ের মধ্যে ২য় আবদুর রউফ পিতা মৃৃত্যুবরন করার পর ছোটবেলা থেকেই পরিবারের হাল ধরতে কাজে লেগে যান। ১৯৬৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
মাত্র ২২ বছর বয়সে ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে সেনা কর্মকতা হিসেবে অংশগ্রহণ করেন। হাবিলদার হিসেবে ১নং সেক্টরের অধীনে একটি গ্রুপের লিডার ছিলেন তিনি। ১নং সেক্টরে চট্রগ্রামের বিশাল এলাকা জুড়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বিস্তারিত আসবে,ইনশাল্লাহ।
১৯৮৮ সালে অবসরের পর অনেক ধরনের ব্যবসায় জড়িত হন।আমৃত্যু ব্যবসা করে দিন কেটেছে তার। মরহুম আবদুর রউফ এলাকার সকলের নিকট একজন নীতিবান সৎ লোক হিসেবে পরিচিত ছিলো। হঠাৎই ২০১৩ সালের ১৫ ই জানুয়ারী নিজ বাসভবনে মৃৃত্যুবরন করেন।
মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট এ মহান বীর মুক্তিযোদ্ধার জন্য দোয়া কামনা করা হয়।আল্লাহ যেনো তার এই বান্দাকে কবুল করে জান্নাতের উঁচু আসনে অধিষ্ঠিত করেন।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮