প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:১৯ পি.এম
শাহরাস্তিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ আকাশ ও ফোরকান আহম্মেদ রতনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্র দলের নেতাকর্মীরা জানান, ছাত্রনেতা আকাশের পিতাকে এলাকার সন্ত্রাসীরা মারধর করলে, তাকে বাঁচাতে গিয়ে আকাশ ও তার বন্ধু রতন আক্রমণের স্বীকার হোন। পরে তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন শাহরাস্তি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮
দৈনিক জনপদ বার্তা ডটকম