
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ আকাশ ও ফোরকান আহম্মেদ রতনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্র দলের নেতাকর্মীরা জানান, ছাত্রনেতা আকাশের পিতাকে এলাকার সন্ত্রাসীরা মারধর করলে, তাকে বাঁচাতে গিয়ে আকাশ ও তার বন্ধু রতন আক্রমণের স্বীকার হোন। পরে তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
Facebook Comments Box