
চাঁদপুরের শাহরাস্তিতে এবারই প্রথম শিক্ষার্থীদের পড়াশুনা উদ্বুদ্ধ করতে ও বিদ্যালয়ে ভালো ফলাফলের জন্য পুরস্কার স্বরুপ ২৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের জন্য পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করছে শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ।
সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালে। প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৪ এর বন্যায় সংগঠনটি শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। তাছাড়া এবারই প্রথম শুধু শাহরাস্তি জুড়ে ২৩ টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হবে। তাছাড়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের দেওয়া হবে আলাদা করে সম্মাননা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা ও এম.এস.ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তির আনন্দপুরের এড. সামসুল ইসলাম মোহন, রশিদপুরের মোঃ বিল্লাল হোসেন, দহশ্রীর মোঃ সাখাওয়াত হোসেন শরীফ, আনন্দপুরের মোঃ ইব্রাহীম খলিল সুমন, সোনাপুরের হাজী মোঃ সামছুল আলম মামুন প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আঃ মজিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, কাকৈরতলা মাদ্রাসার প্রধান সুপার।
সম্পূর্ণ অরাজনৈতিক ও দল-মতের উর্ধ্বে প্রতিষ্ঠিত সংগঠনটির সভাপতি হিসেবে দীন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাবিব উল্লাহ রয়েছেন।
খামপাড় দাখিল মাদ্রাসা, আহম্মদ নগর মাদ্রাসা, পরানপুর মাদ্রাসা, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয়, দেবকরা উচ্চ বিদ্যালয়, খিলাবাজার উচ্চ বিদ্যালয়, বাদিয়া উচ্চ বিদ্যালয়, সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়, উনকিলা উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা মাদ্রাসা, চন্ডিপুর সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসা, যাদবপুর দাখিল মাদ্রাসা, ভোলদীঘি মাদ্রাসা, চিশতিয়া মাদ্রাসা, রশিদপুর মাদ্রাসা, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়, মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়, বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়, শেখ শাহজাহান উচ্চ বিদ্যালয়, আঃ মজিদ স্কুল এন্ড কলেজসহ মোট ২৩ টি বিদ্যালয় ও মাদ্রাসার ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
শিক্ষা উপকরণ হিসেবে খাতা ২ টি, কলম ৬ টা, জ্যামিতি বক্স ১ টি, স্কেল ১ টি, টিফিন বক্স ১ টি, মগ ১ টি দেয়া হবে।
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের সভাপতি দীন মোহাম্মদ জানান, সংগঠনটি নিজস্ব অর্থায়নে পুরো উপজেলা জুড়ে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করবে। তাছাড়া সামনের দিনগুলোতে আমরা আরও বিদ্যালয় সংযুক্ত করবো। উপজেলার সকল মেধাবীদের আমরা মূল্যায়ন করবো। আমরা আমাদের সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেনের প্রতিও চির কৃতজ্ঞ। তাঁর পরামর্শ ও দিক নির্দেশনায় আমরা এতো বৃহৎ একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।