
মানুষে-মানুষে শত্রুতা এটা অনেক সময়ই ঘটে থাকে। জমি নিয়েও শত্রুতা হয়। কিন্তু পাঠশালা নিয়ে শত্রুতা! এমন নিষ্ঠুর ঘটনাই ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে।
জানা যায়, বিদ্যালয়টি ২০১৫ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালিত করছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫৯ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রায়ই বিদ্যালয়ের কার্যক্রম শেষে বিদ্যালয় বন্ধ করে সকলে চলে যাওয়ার পর বিদ্যালয়ের বাল্ব, সীমানা প্রাচীরের টিনসহ বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে স্থানীয় বখাটেরা। মূলত বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বখাটেদের অপকর্ম করতে না দেয়ার ফলেই এরকম উদ্ভট কর্মকান্ড করছে তারা।
এছাড়াও গত ১২ জানুয়ারী সকালে বিদ্যালয়ে এসে বিদ্যালয় সংশ্লিষ্টরা দেখতে পান, সকল কক্ষের সবগুলো তালায় কে বা কারা সুপার গ্লু দিয়ে রেখেছে। যাহার ফলে শিক্ষার্থীসহ শিক্ষকদের বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হয়। পরবর্তীতে তালা ভেঙ্গে সকলকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয়।
এলাকাবাসীর নাম প্রকাশ না করা শর্তে জানান, সম্প্রতি বখাটেরা বিদ্যালয় প্রাঙ্গনে অপকর্মে লিপ্ত হতো বলে তাদেরকে সেখানে যেতে নিষেধ করা হয়েছিলো। হয়তো তারাই রাতের আঁধারে এমনটা করে থাকতে পারে বলে ধারণা করছে বিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা আক্তার জানান, বিদ্যালয়ের বাহ্যিক অপ-কর্মকান্ডে কোমলমতি শিক্ষার্থীরা সকলেই ভীতসন্ত্রস্ত। আমরা শিক্ষকরাও আছি আতংকে। অনতিবিলম্বে দোষীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। তদন্ত চলছে।