
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
১২ ই জানুয়ারী রবিবার সকালে শাহরাস্তির দোয়াভাঙ্গায় দারুল কারীম আল ইসলামিয়া মাদরাসার নতুন বছরের শ্রেনী কার্যক্রম শুরু করার লক্ষ্যে দোয়া ও ছবক অনুষ্ঠিত হয়।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মেধাকে শাণিত করে নৈতিক বাংলাদেশ গড়ার কাজে মাদরাসা শিক্ষার্থীদেরও এগিয়ে আসার এবং শিক্ষার্থীদের এলমে দ্বীন শিক্ষার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান অতিথিবৃন্দ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন হিফযুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা নূর মোহাম্মদ সহ অনেকে। শেষে দোয়া পরিচালনার মাধ্যমে ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়।
Facebook Comments Box