ঢাকা , সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
আনন্দপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত শাহরাস্তিতে দারুল কারীম আল-ইসলামিয়া মাদরাসার বার্ষিক ক্রিড়া পুরষ্কার বিতরণ,ছবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সজিব কম্পিউটার্স এন্ড আইটি ইনস্টিটিউটের সনদপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন শাহরাস্তিতে বেরনাইয়া নবতরুণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার শাহরাস্তিতে এক মাদক ব্যবসায়ী আটক শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ শাহরাস্তিতে দুই দিন ব্যাপী ডে নাইট ফুটসাল-ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে গ্যাস সংকটে দিনে জ্বলছে না চুলা, রান্না করা লাগে মধ্যরাতে

কর্মী সম্মেলন সফল করায় শাহরাস্তি উপজেলা জামায়াত আমীরের কৃতজ্ঞতা

শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলের নেতাকর্মী, স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল।

দলের কর্মসূচি পালনে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করায় রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে মোস্তফা কামাল জানান, ১১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আহবানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে গোটা উপজেলার তৃণমূল থেকে যেভাবে আগ্রহ ভরে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একই সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে শাহরাস্তিবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মী সম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গতকালের কর্মী সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়েছিলো। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে কালীবাড়ি ও ঠাকুর বাজারসহ আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন সাময়িক ত্যাগ স্বীকার করে সহায়তা করেছেন বলে আমরা মনে করছি। আপনাদের এ ত্যাগ জামায়াতে ইসলামীর প্রতি আপামর জনতার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।

বিবৃতিতে উপজেলা আমীর বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কর্মী সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এছাড়া এই সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

আনন্দপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

কর্মী সম্মেলন সফল করায় শাহরাস্তি উপজেলা জামায়াত আমীরের কৃতজ্ঞতা

Update Time : ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলের নেতাকর্মী, স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল।

দলের কর্মসূচি পালনে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করায় রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে মোস্তফা কামাল জানান, ১১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আহবানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে গোটা উপজেলার তৃণমূল থেকে যেভাবে আগ্রহ ভরে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একই সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে শাহরাস্তিবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মী সম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গতকালের কর্মী সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়েছিলো। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে কালীবাড়ি ও ঠাকুর বাজারসহ আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন সাময়িক ত্যাগ স্বীকার করে সহায়তা করেছেন বলে আমরা মনে করছি। আপনাদের এ ত্যাগ জামায়াতে ইসলামীর প্রতি আপামর জনতার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।

বিবৃতিতে উপজেলা আমীর বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কর্মী সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এছাড়া এই সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।

Facebook Comments Box