
শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলের নেতাকর্মী, স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল।
দলের কর্মসূচি পালনে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করায় রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে মোস্তফা কামাল জানান, ১১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আহবানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে গোটা উপজেলার তৃণমূল থেকে যেভাবে আগ্রহ ভরে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, একই সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে শাহরাস্তিবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মী সম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গতকালের কর্মী সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়েছিলো। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে কালীবাড়ি ও ঠাকুর বাজারসহ আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন সাময়িক ত্যাগ স্বীকার করে সহায়তা করেছেন বলে আমরা মনে করছি। আপনাদের এ ত্যাগ জামায়াতে ইসলামীর প্রতি আপামর জনতার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।
বিবৃতিতে উপজেলা আমীর বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কর্মী সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এছাড়া এই সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।