চাঁদপুরের শাহরাস্তিতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীনে ডি.এইচ.এম.এস পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এই পরীক্ষা শুরু হয়, যা বৃহস্পতিবার (৯ জানুয়ারী) শেষ হয়।
পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে শাহরাস্তি উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান তদারকি করেন।
উক্ত পরীক্ষায় ১ম বর্ষে ৪২ জন, ২য় বর্ষে ৫৪ জন, ৩য় বর্ষে ২১ জন ও ৪র্থ বর্ষে ১৩ জন সহ মোট ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশাসনের তত্ত্বাবধানে নকল মুক্ত, সুশৃঙ্গল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইসহাক।
তিনি বলেন, কোনো পরীক্ষার্থী যেন অসদুপায় অবলম্বন করতেন না পারেন সে বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও তত্ত্বাবধায়করা ভালোভাবে নজর রেখেছেন, যেন কেউ জালিয়াতি করতে না পারে।