শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে শাহরাস্তিতে ১০০ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের শুভাকাঙ্খী হাজী মোঃ মহিন উদ্দিন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন, শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, সহ-দফতর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শাওন, সহ-কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, সম্মানিত সদস্য মোঃ ফেরদৌস রায়হান দিপু, মোঃ শাহজালাল প্রমুখ।
বিতরণ কার্যক্রম শেষে শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইমরান হোসেন বলেন, “শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন শুধু পেশাজীবি সংগঠন নয়। বরং সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”