বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদল কতৃক ফ্রি ব্লাড ক্যাম্পিং, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী মতো জনহিতকর কার্যক্রম সম্পাদন করা হয়।
১লা জানুয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, খেড়িহর উচ্চ বিদ্যালয় এবং উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম হয়।
জনহিতকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরনবী দিপু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তপাদার, চিতোষী পশ্চিম ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রাকিব ও ছাত্র নেতা জুয়েল ফরাজী জনি, ফরিদ অপু, আরিফ প্রমুখ।
চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরনবী দিপু জানান, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুলে ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। অংশগ্রহনকারী শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, সিনিয়র নেতৃবৃন্দসহ সকল শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।