চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দৈনিক জনপদ বার্তা’র আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তির রিভারভিউতে বেলা ৩ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানটি দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক রাফিউ হাসান হামজা এর ঐকান্তিক প্রচেষ্টায়, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শাহারাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্ণীতি প্রতিরোধ কমিটি শাহরাস্তি শাখার সভাপতি ও জনপদ বার্তার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক ও সমাজ কল্যান সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য মাহবুব হাসান বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে সমাজ সেবা ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, মোস্তফা কামাল ও জাহিদুল ইসলাম দিপুকে, শিক্ষা ক্ষেত্রে সমাজে অবদান রাখায় মোঃ আবুল কালাম, মোঃ আব্দুর রহিম, মোঃ জসিম উদ্দিনকে, সমাজে অবদান রাখায় ২০ টি স্বেচ্ছাসেবক সংগঠনকে এবং রক্ত নিয়ে কাজ করা ৫ টি স্বেচ্ছাসেবক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
এ বছর শাহরাস্তিতে সেরা স্বেচ্ছাসেবক ২০২৪ হিসেবে নির্বাচিত হোন মোঃ মেরাজুনবী রাজু। সেরা ক্রীড়া সংগঠক হিসেবে অষ্টগ্রাম স্পোর্টি ক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে এবং আইন পেশার মাধ্যমে সমাজে সেবা প্রদান করায় এড মোঃ সুমন মিয়াকে সম্মাননা দেয়া হয়।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে আরও ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। দৈনিক জনপদ বার্তা’র পেইজ ভিজিটর হিসেবে শাহাদাত হোসেনকে উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক জনপদ বার্তা ইতিমধ্যে সংবাদ জগতের পাশাপাশি সামাজিক কাজেও অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।