শাহরাস্তিতে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে উপশাখা স্কিম ম্যানেজারদের ভোটের মাধ্যমে নির্বাচিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা খিলাখাল ভাসমান সেচ প্রকল্পে যুক্ত প্রতিনিধি কৃষকরা উপজেলা কমপ্লেক্স চত্বরে এটির আয়োজন করেন।
ওই সময় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মাহাবুবুল আলম পরান। তিনি বক্তব্য বলেন, খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের উপ-শাখা স্কিম ম্যানেজার, ২০২৪-২৫ মৌসুমের স্কিম পরিচালনা বা হস্তান্তর নিয়ে আমাদের সাথে কোন আলোচনা হয়নি এবং আমরা কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে কারো পক্ষে ১৫/১২/২০২৪ ইং পর্যন্ত কোন ধরনের মৌখিক, লিখিত সমর্থন/স্বাক্ষর প্রদান করিনি, প্রকল্পটি হস্তান্তরে আমাদের ৫০ জন উপশাখা স্কিম ম্যানেজারদের স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ অসত্য এবং জালিয়াতির সামিল। আসন্ন ২০২৪-২০২৫ সেচ মৌসুমটিতে কৃষকদের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে অতি দ্রুত চালুকরনের জন্য সকল শাখা স্কিম ম্যানেজারদের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণের জন্য শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা সেচ কমিটির সভাপতি মহোদয়ের নিকট আবেদন করছি।
পরিশেষে তিনি বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায়, খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে সকল শাখা স্কিম ম্যানেজারদের সমর্থন এবং ভোটের মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে নির্বাচনের ব্যবস্থা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।