শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬-ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনের কমপ্লেক্স মাঠে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনিক ভবন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলিকে বর্ণিল সাজে আলোকসজ্জা ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন দিবসের প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্স চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং শহীদের স্মরণে স্থাপিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার , সিনিয়র পুলিশ সুপার চাঁদপুর (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল বাসার , উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্তিত কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস,উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার , উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাজান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ, কমান্ডার মো: শাহজাহান, উপ-সহকারী তহশীলদার মো: মনির হোসেন, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের , কর্মকর্তা মো: শাহাবুদ্দিন ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন । জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী সংগঠন, এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তাদের সদস্য বৃন্দ, শাহরাস্তি মডেল থানার পুলিশ বাহিনী, শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি গনমাধ্যাম কর্মী, শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-শাহরাস্তি জোনাল অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,উপজেলা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন ফোরাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, স্কুল-কলেজ-মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। ওইদিন সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি। ওইদিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ক্রীড়া আয়োজন, স্থানীয় শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ বিজয় দিবসের তাৎপর্যের এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।