মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এই স্লোগান সময়ের দাবি। এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ১২ নং ওয়ার্ডে ‘দাইমউদ্দিন প্রেসিডেন্ট বাড়ি’র উদ্যোগে এলাকার যুবকদের নিয়ে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর(সোমবার) একদিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। নোয়াগাঁও টাইগার ক্লাব জুনিয়র টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালিগঞ্জ প্রগতি সংগঠন।
শীত শুরুর এই মৌসুমে আনন্দঘন এই খেলা দেখতে মাঠের চারপাশে যুবকদের মিলন মেলায় পরিণত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেয়া হয়। এসময় মুহু মুহু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা হয়।
শাহরাজ ইসলাম, ফজলে রাব্বি শাওনের আর্থিক সহযোগিতা ও পরামর্শে চতুর্থ আসরের টুর্নামেন্ট পরিচালনা করে ফরহাদ হাসান, হাফেজ ফয়সাল,তৌহিদুল ইসলাম, নিলয় হাছান অভি,মিনহাজ, মেহরাজ প্রমুখ।
মূল উদ্যোক্তা ও আয়োজক শাহরাজ ইসলাম বলেন, যারা এই টুর্নামেন্টের আয়োজক হয়ে রাতদিন পরিশ্রম করে এই আয়োজনকে সফল করেছেন এবং যারা দেশে ও বিদেশে থেকে এই আয়োজনকে সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বিশেষ করে আমাদের মাঠ আয়তনে ছোট। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোন প্রকার বিশৃঙ্খলা ব্যতিরেকে সুন্দর ও সুচারুভাবে এক দিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার জন্য আয়োজক কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক রাফিউ হাসান হামজা, দাইমউদিন পেসিডেনট বাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম মাখন, কামরুজ্জামান, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আলম, সাদ্দাম, হাফেজ লিটন, মহিন, শাহআলম, জোটন, কাজী জিলানী প্রমুখ।