চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র জুমাবাড়ি সংলগ্ন নিজমেহার ইয়াং স্টার ক্লাব কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলা, বাচ্চাদের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজমেহার ইয়াং স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন মিয়াজি।
নিজমেহার ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা হাজী মোঃ মহিন উদ্দিন, মোঃ শফিউল্লাহ মিয়াজি, শাহরাস্তি পৌর ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী আমিমুল এহছান হৃদয় প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি। ক্লাবটি দীর্ঘ ১১ বছর অত্র এলাকায় বিভিন্ন বয়সী ছাত্র ও পেশাজীবি লোকদের নিয়ে সুনামের সাথে কার্যক্রম করে যাচ্ছে।
আলোচনা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরো গ্রামকে এক সাথে নিয়ে চলা একটি সংগঠন হচ্ছে নিজমেহার ইয়াং স্টার ক্লাব।
মরহুম দেলোয়ার হোসেন মিয়াজি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ক্লাবটি চ্যাম্পিয়ান হওয়ায়, ক্লাবটির সকল সদস্য ও খেলায়ারবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।