“খেলায় শক্তি, খেলায় বল” স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
শুক্রবার, ১৩ নভেম্বর সকাল বিকেল ৩ ঘটিকায় কর্ণপাড়া মসজিদ সংলগ্ন খেলার মাঠে এক দিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী বাজারের সততা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী, মোঃ ইদ্রিস মজুমদার (বাবলু), মোঃ লোকমান হোসেন, মোঃ কবীর হোসাইন, মোঃ ইব্রাহীম খলিল মঞ্জু, মোঃ শাহ আলম সুমন, মোঃ দ্বীন ইসলাম, মোঃ নূরে আলম (বাঁধন), মোঃ মামুনুর রশিদ, মোঃ সোহেল হোসেন, মোঃ আলী আকবর, মোঃ রাসেল মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ রাসেল ইকবাল, মোঃ মোরশেদ আলম মিয়াজী, মোঃ তৌহিদুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ জসিম উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, জিয়া পরিষদ, কর্ণপাড়া এবং রানার্স -আপ হয়েছে বিএফসি ক্লাব, বরইপুকুরিয়া।