চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোলদিঘী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মাহাদী হাসান(২) নামের এক শিশু মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১০ ঘটিকার সময় শিশুটি বাড়ির উঠানে খেলতে ছিল। একপর্যায়ে সবার অলক্ষ্যে বাড়ির পূর্বপাশে থাকা পুকুরে নেমে পড়ে এবং গভীর পানিতে তলিয়ে যায়। মিনিট বিশেক পর শিশু মাহাদী হাসানের মা আশেপাশে শিশু মাহাদী হাসানকে দেখতে না পেয়ে হাঁক চিৎকার শুরু করলে বাড়ি সহ আশেপাশের লোকজন শিশুটিকে খোঁজতে শুরু করে। কোথায়ও না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর মাঝপুকুরে ডুবন্ত অবস্থায় শিশুটিকে খোঁজে পায়। শিশু মাহাদী হাসানকে বাঁচাতে সিএনজি যোগে বেলা ১১ ঘটিকার সময় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্মরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম শিশুটির জ্ঞান ফিরিয়ে আনতে বিভিন্নভাবে চেষ্টা করেন। কিন্তু কোনভাবেই শিশুটির জ্ঞান ফিরে না আসায় একপর্যায়ে তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশু মাহাদী হাসানকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে।
উল্লেখ্য, মৃত. মাহাদী হাসানের বাবা হাসান আহমেদ ওমান প্রবাসী তার মায়ের নাম রুমা বেগম। তাদের খাদিজা আক্তার (১৪) ও সুমাইয়া আক্তার(১০) নামের আরোও ২টি মেয়ে সন্তান রয়েছে। শিশু মাহাদী হাসানের অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।