শাহরাস্তি উপজেলা ছাত্রদল ও মেহের ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তিতে দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় পৌরসভার মেহের ডিগ্রী কলেজের মূল ফটকে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর মিয়াজি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইব্রাহিম খলিল জীবন, টামটা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল ও ছাত্রনেতা বিল্লাল হোসেন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসাইন, সিনিয়র সহ সভাপতি ফয়সাল হাসান সাগর, সহ সভাপতি আবু বকর সিদ্দিক রাফি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি, ছাত্রনেতা জাহিদ, মেহের উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।