দলগুলোর নাম বেশ অদ্ভুত। রিয়াল মাদ্রিদ,মানসিটি, বায়ান মিউনিখ, ম্যান ইউনাইটেড, বার্সেলোনা, আল নাসর, লিভারপুল, ইন্টার মিয়ামি। বোঝাই যাচ্ছে, মানুষের মধ্যে আন্তর্জাতিক মানের অনুভূতি দেয়ার জন্যই এই আয়োজন। সম্প্রতি চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এই ফুটবল টুর্নামেন্ট।
‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-সুদ নয়, খেলাধুলায় মিলবে জয়’ স্লোগানকে সামনে রেখে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘রাড়া ফুটবল প্রিমিয়ার লীগ’ নামে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। সমাজে মাদক নির্মূল ও একে অপরের সাথে ভ্রাতৃপ্রেম তৈরির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে রাড়া ও এর আশে পাশের ৩-৪ টি গ্রামের আটটি দল অংশ নিচ্ছে। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ খেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে দলগুলোর মধ্যে ট্রফি, মেডেল ও প্রাইজমানি বিতরণ করা হবে। টুর্নামেন্টটি এরই মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকরা ওয়ারুকে জড়ো হলে, সব মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
টুর্নামেন্টের মূল আয়োজক হিসাবে রয়েছেন মাহাবুব আলম ভূইয়া, বেলায়েত হোসেন মিন্টু, ফিরোজ আলম
সাহাদাত হোসেন, হৃদয় ভূঁইয়া। খেলাটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ নিজামুল হায়দার মানিক।
প্রতিদিন খেলা শুরুর আগে খেলোয়াড়দের সকলে ধোঁয়া উড়িয়ে প্রবেশ এবং জাতীয় সংগীতের মাধ্যমে খেলা পরিচালনা করা হয়। গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় শৃঙ্খলার সঙ্গে খেলা পরিচালিত হচ্ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের মাঠে যেতে উদ্বুদ্ধ করছেন।
আয়োজকরা জানান, মোট ৮ টি দলের মধ্যে প্রত্যেকদল স্থানীয় ৫ জন ও বহিরাগত ৩ জনকে নিয়ে মোট ৮ সদস্যদের দল গঠন করতে হবে। আমাদের ৩/৪ গ্রামে প্রায় ৮০ জন খেলোয়াড় এই খেলায় অংশ নিয়েছে। গ্রামের সাধারণ মানুষের মনে আন্তর্জাতিক অঙ্গনের আঙ্গিকে সামান্য প্রয়াসে বিনোদনের উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা গ্রামবাসী একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি, এটাই প্রত্যাশা করি।