শাহরাস্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তারের সভা প্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
এ সময় অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরির্দশক মো: অলি উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা সহকারি প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আরেফীন, সাবেক ইউপি চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, সদস্য শিক্ষক মো: সারোয়ার আলম, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গণমাধ্যমকর্মী মো: মাসুদ রানা, ইউএনও কার্যালয়ের কর্মকর্তা মো: জসিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী আজ্জম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা, সংবাদকর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিগণ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৩ জন নারীকে জয়িতা খেতাবে ভূষিত করে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।