★শাহরাস্তি ৪ বছর ধরে পোষা প্রাণীর চিকিৎসা হয়★
আপনার পোষা প্রাণী, যা শখ করে পালছেন। হুট করে অসুস্থ হয়ে গেলে বাড়ির পরিবারের সদস্যরাও বিমর্ষ হয়ে পড়ে। তাদের সেবার লক্ষ্যে শাহরাস্তিতে গত ৪ বছর ধরে সেবা প্রদান করে যাচ্ছে এগ্রো সেবা ডট কম। পশুপাখির জ্বরের চিকিৎসা থেকে অপারেশন সব সেবাই পাবেন এখানে। সেবা-ওষুধ দুটিই মিলবে সুলভ মূল্যে।
প্রায় চার বছর ধরে চিকিৎসা দিয়ে আসা এগ্রো সেবা প্রতিষ্ঠানটি শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা পূর্ব বাজারের (সার্কেল অফিস রোডে) অবস্থিত এই প্রতিষ্ঠানটি।।
প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা জানান, প্রতি মাসে গড়ে ১ থেকে ২ শতাধিক মানুষ সেবা নিতে উপস্থিত হন এখানে।
৩ বছর বয়সী অসুস্থ ছাগলের সেবা নিতে আসেন স্থানীয় বাসিন্দা সোহেল। প্রতিষ্ঠানটি এবং সেবা সম্পর্কে তিনি জানান, ছাগল, গরু, মুরগি সবকিছুর সেবা এখানে ফ্রি পরামর্শ পাই। হাসপাতালটি চালুর পর থেকেই এই সেবা নিচ্ছি। অভিজ্ঞ চিকিৎসক থাকাতে আশপাশের মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছে।
কুমিল্লা বড়ুয়া থেকে ১ বছর বয়সী বিড়াল নিয়ে এসেছিলেন মারুফা। তিনিও জানান, এখানে চিকিৎসা ভালো হয়। সকল ধরণের ঔষধও এখানে পাওয়া যায়।
এগ্রো সেবা ডট কমের প্রতিষ্ঠাতা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম। যিনি ডিভিএম, এমএস (সিভাসু), সিটি (মাদ্রাজ), বিসিএস (প্রাণিসম্পদ)। তিনি তার বক্তব্যে জানান, এখানে তিন ধরনের পশু সেবা দেওয়া হয়। যার মধ্যে লাইভ স্টক, পাখি জাতীয় (মুরগি, হাসঁ, পোষা পাখি) এবং পোষা প্রাণী।
প্রতিষ্ঠানটি শুধু শাহরাস্তিতে নয়। চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া, কুমিল্লার লাকসাম, মুদাফরগঞ্জ, মনোহরগঞ্জ, লক্ষীপুরের রামগঞ্জসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলো থেকেও অসুস্থ প্রাণীদের নিয়ে হাজির হন কেউ কেউ।
পশুপাখির চিকিৎসার জন্য রয়েছে অপারেশন থিয়েটার, গাইনোকোলোজি ল্যাব, ডিসপেনসরি। এখানে পোষা প্রাণী সিজারও করা হয়।
প্রতিষ্ঠানটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি এই সেবা কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। সেই থেকে উপকারভোগী মানুষের সংখ্যা ৫ হাজারের বেশি।
চিকিৎসা সেবা ও পরামর্শ সহজলভ্যতায় আশপাশের মানুষের যেমন সুবিধা হয়েছে তেমনি হাতেকলমে শিখতে পারছেন অনেকেই।