মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এই স্লোগান সময়ের দাবি। এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় গ্ৰামের ‘খামপাড় ফ্রেন্ডস ক্লাবে’র(কেএফসি) উদ্যোগে এলাকার যুবকদের নিয়ে এক মিনি বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
৫ ও ৬ই ডিসেম্বর(বৃহস্পতিবার ও শুক্রবার) দুইদিন ব্যাপী আয়োজিত এই মিনি বার ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর-কুমিল্লা অঞ্চলের মোট ৩২টি দল অংশগ্রহণ করে। দ্বিতীয় দিন রাত নয়টার পর পাথৈর ফাইভ স্টার ক্লাব বনাম পাঁচথুবী স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে পাথৈর ফাইভ স্টার ক্লাব ২-০ গোলে পাঁচথুবী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ দলের গৌরব অর্জন করে পাঁচথুবী স্পোর্টিং ক্লাব।
শীত শুরুর এই মৌসুমে আনন্দঘন এই খেলা দেখতে মাঠের চারপাশের শত শত ফুটবলপ্রেমী জনতার ঢল নামে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেয়া হয়। এসময় মুহু মুহু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা হয়।
খামপাড় গ্ৰামের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত খামপাড় ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের সিজন-৩’র চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, এম.এস.ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথি মোহাম্মদ মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সন্তান যারা এখনো শিক্ষার্থী ও যুবক তাদেরকে ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- জাতীয় এই স্লোগানকে ধারণ করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মাতিয়ে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা এই টুর্নামেন্টের আয়োজক হয়ে রাতদিন পরিশ্রম করে এই আয়োজনকে সফল করেছেন এবং যারা দেশে ও বিদেশে থেকে এই আয়োজনকে সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বিশেষ করে আমাদের মাঠ আয়তনে ছোট তাই এই আয়োজনের নাম দেয়া হয়েছে মিনি বার ফুটবল টুর্নামেন্ট। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোন প্রকার বিশৃঙ্খলা ব্যতিরেকে সুন্দর ও সুচারুভাবে দুইদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার জন্য আয়োজক কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হার জিত থাকবেই মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে তন্মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হবে তাই কোন দলের মন খারাপ করার কিছু নেই। এবার জিততে পারেননি ভবিষ্যতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনার দল এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাই আমি অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মোঃ সেফায়েত উল্লাহ ফিরোজ, খিলা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হান্নান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, দূর্বার নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক মোঃ রুহুল আমিন, দৈনিক জনপদ বার্তার সম্পাদক রাফিউ হাসান হামজা, শাহরাস্তি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া প্রমুখ। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, কামাল হোসেন ও ওমর ফারুক।