চাঁদপুরের শাহরাস্তিতে একদল ভ্রমণ প্রিয় তরুণদের হাত ধরে গঠিত হলো প্রথম ট্র্যাভেল গ্রুপ – ট্রাভেল ফ্রম চাঁদপুর (Travel from Chandpur)।
এই গ্রুপের মূল উদ্দেশ্য শাহরাস্তি – হাজীগঞ্জ সহ পুরো চাঁদপুরের মানুষের জন্য ভ্রমণটা সহজ এবং সাশ্রয়ী করা। তারই ধারাবাহিকতায় ৫০ জনের বিশাল বহর নিয়ে সম্পন্ন করলো সুন্দরবন ট্যুর।
শাহরাস্তি তথা ঢাকা থেকেও ভ্রমণপিপাসু একদল মানুষ ছুটে গিয়েছিলো সুন্দরবনে। মংলা বন্দর, করমজল, গহীন অরণ্য, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী মাজার ও মাওয়া ঘাট ছিলো তাদের ১৯৯৯ টাকার ট্যুরের ঘুরার স্থান। এতো অল্প বাজেটেই তারা সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থাও করেছে। তাছাড়া মূল আকর্ষণ ছিলো রেফেল ড্র।
ট্রাভেল ফ্রম চাঁদপুরের প্রতিষ্ঠাতা এডমিন সাখাওয়াত আল সাকিব বলেন, ভ্রমণের নেশায় আমি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরাঘুরি করি। আমার ঘুরাঘুরি দেখে অনেকে আগ্রহ প্রকাশ করে। তখন আমি চিন্তা করি একা ঘুরার চেয়ে একটা টিম হয়ে ঘুরলে খরচ কম হবে এবং নিরাপদ হবে।সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করি Travel from Chandpur. শুরুতে আমরা ৭-৮জনের টিম হয়ে ঘুরেছি ধীরে ধীরে ২০-৩০জন আর এখনতো ৫০ জনের টিম নিয়ে ঘুরি এর ফলে সকলের জন্য ভ্রমণ টা সহজ এবং সাশ্রয়ী। এবং যারা টিম মেটের অভাবে ঘুরতে পারছে না তারাও খুব সহজে ঘুরতে পারছে। বিশেষ করে মেয়েদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা থাকে আমাদের ট্যুর। তাই আমি মনে করি Travel from Chandpur সকলের ভ্রমণের নতুন অংশীদার।
ট্রাভেল ফ্রম চাঁদপুরের সহ এডমিন সাংবাদিক রাফিউ হাসান হামজা বলেন, শাহরাস্তি বা আশে-পাশের উপজেলার জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে ট্রাভেল ফ্রম চাঁদপুর। প্রতিষ্ঠানটি স্বল্প বাজেটে ভ্রমণ পিপাসু মানুষদের চাহিদা অনুযায়ী ভ্রমণে ভূমিকা রাখছে। নিরাপত্তা, দায়িত্ববোধ ও কাজের মাধ্যমেই গ্রুপটি ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। শীঘ্রই শ্রীমঙ্গল ট্যুরের প্লানও করা হয়েছে। এটাতেও সাড়া ফেলেছে পুরো উপজেলা জুড়ে।