চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় কতৃপয় তরুণ ও উদ্যোমী যুবকদের সমন্বয়ে গঠিত হয় “হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন”। সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারে সংগঠনটির অফিস। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি। শিক্ষিত ও মার্জিত যুবকরা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজে তাদের নিজস্ব কর্মকান্ডে ইতিমধ্যে পুরো উপজেলা জুড়েই প্রশংসা পাচ্ছে।
সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে, আর্তমানবতার সেবায়, চারিত্রিক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিভিন্ন লক্ষ্যে নিয়ে তাদের পথচলা। এই সংগঠনে ব্যক্তিস্বার্থ কিংবা কোনো নির্দিষ্ট গোষ্ঠির স্বার্থ থাকে না।
এই সংগঠনে যারা যুক্ত, তারা যে শুধু অপরের কল্যাণ করে, শুধু তাই নয়, এর সাথে তাদের সামাজিক অবস্থানও সুসংগঠিত হচ্ছে।
ইতিমধ্যে সংগঠনটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ, অক্সফোর্ড মডেল স্কুল, রাগৈ উচ্চ বিদ্যালয়, রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, সূচীপাড়া ডিগ্রি কলেজ, ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
সংগঠনটি সকল স্কুল ও কলেজের প্রতিটি ক্লাস ও শাখায় ৩-৬ জন করে প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের পুরষ্কৃত করে। এতে করে শিক্ষার্থীরা অনেক আনন্দিত। সংগঠন থেকে স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সকল গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির সকল কাজেই উপদেষ্টা মন্ডলীগন আবু ইউসুফ, কাউছার হোসেনসহ, সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক বাবর ইব্রাহীম, কোষাধ্যক্ষ রিফাত খাঁন এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলগন: মোঃ জহির রায়হান, মোশারফ সাগর, রাকিব, শুপ্ত,তুহিন, জাহিদ, মিরাজ, মোনাব্বের, মুন্না, ইমন,শাকিল, মেহেদি হাসান, অনিক, সম্রাট, মোহন, রবিউল, হৃদয়, পারভেজ, জাকির, নাঈম, রাসেল, সৌরভ, রিনাজ, অনিক, নোমানসহ আরো অনেকে উপস্থিত থেকে সামাজিক কাজগুলো সম্পাদনের পাশাপাশি বিভিন্ন আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দেন।
সংগঠনটি ভবিষ্যতেও আরো উন্নয়নমূলক কাজ এবং গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সকলের দোয়া ও ভালোবাসায় স্মরণে রাখুন, তাদের প্রতি সহমর্মিতা দেখান।