ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তিতে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত শাহরাস্তি প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রথম ট্রাভেল গ্রুপের উত্থান শাহরাস্তিতে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ শাহরাস্তিতে জনপ্রিয় সামাজিক সংগঠন “হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশন” শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত ব্যক্তির শাস্তি প্রদান শাহরাস্তিতে চিতোষী পশ্চিম ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত

সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান (৮২) আর বেঁচে নেই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ হোসেন খান জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর ইউসুফ খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

তিনি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রখ্যাত চিত্র শিল্পী হাসেম খানের ছোট ভাই। কর্মজীবনে তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ হোসেন খানের প্রতিবেশী রাসেল মজুমদার জানান, তিনি শহরে থাকলেও গ্রামের অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। গ্রামের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সব সময় সহযোগিতা করেছেন।

এদিকে অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Facebook Comments Box
Tag :

শাহরাস্তিতে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

Update Time : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান (৮২) আর বেঁচে নেই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ হোসেন খান জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর ইউসুফ খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

তিনি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রখ্যাত চিত্র শিল্পী হাসেম খানের ছোট ভাই। কর্মজীবনে তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ হোসেন খানের প্রতিবেশী রাসেল মজুমদার জানান, তিনি শহরে থাকলেও গ্রামের অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। গ্রামের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সব সময় সহযোগিতা করেছেন।

এদিকে অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Facebook Comments Box