বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই, বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম। তিনি নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে উঠলেও দমে যাননি স্বৈরাচারবিরোধী অকুতোভয় এ বীর সেনানী।
তার আত্নত্যাগের স্মৃতিকে সকলের মাঝে পৌঁছে দিতে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেন। শাহরাস্তির তথা সারা বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় মানের প্রিমিয়ার লীগ ( SPL) টেপ টেনিস, সিজন- ২ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে একটি গ্যালারী নির্মাণ করেন। যার নামকরণ হয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম গ্যালারী।
গ্যালারীটি সকলের মাঝে উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি মাসুদ কবির, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবনেতা জাকির হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম, সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ তুহিন, সূচীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা হাবিব ইউসুফ, মেহেরাজ হোসেন রাব্বি প্রমুখ।
সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের এমন উদ্যোগ সকলের কাছেই প্রশংসিত হচ্ছে। চট্রগ্রাম বিভাগের প্রথম শহীদকে স্মরণের মাধ্যমে ছাত্রনেতারা মারা যাওয়া শহীদ ওয়াসিম আকরামের হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনারও জোর দাবি জানান।