শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সিসিডিএর উপেজলা সমন্বয়কারী সোমা আক্তার ও মনিটরিং অফিসার মো: রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত। স্তরে সচেতনতার জন্য ছড়িয়ে দেওয়ার আহবান করেন। এছাড়া অবহিতকরণ সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহছান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মো: ফারুক হোসেন মিয়াজি, উপজেলা সমাজসেবা অফিসার মো: আবু ইসহাক,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, ডা: মাকসুদ আলম ইইএলও, সমবায় অফিসার মোতালেব খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার, মো: মনিরুজ্জামান পুলিশ অফিসার (এস আই) , বীরমুক্তিযোদ্বা আ: মান্নান বিএসসি, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রুহুল আমিন,মো: জসিম উদ্দিন সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইউএনও অফিস প্রমুখ উপস্থিত ছিলেন।