শাহরাস্তি থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী গিয়াস উদ্দিন (৪৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
থানা সূত্র জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ওয়ারুকে অভিযান পরিচালনা করেন। শাহরাস্তি থানার মামলা নং-০৯, তারিখ-১২/১১/২০২৪ইং এর এজাহারনামীয় আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, আসামীকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮