শাহরাস্তিতে নতুনধারায় এলিগ্যান্ট মেগা শপিং মলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পৌরসভার ঠাকুরবাজারের ন্যাশনাল ব্যাংকের ১ম তলায় শপিং মলের ফিতা কেটে এটির স্বত্বাধিকারী মেহেদী হাসান সতেজ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শাহরাস্তিতে আমরাই প্রথম নতুন প্রজন্মের সকল শ্রেণী পেশার মানুষের পোশাকের চাহিদার কথা মাথায় রেখে এই শপিং মলের অগ্রযাত্রা শুরু করেছি। একই সঙ্গে এই শপিংমলে দেশের খ্যাতনামা নামিদামি পোশাক ব্যান্ডের সমাহার নিয়ে সাজিয়েছি এ আউটলেট। শাহরাস্তির রুচিশীল কাস্টমাররা বৃহত্তর কুমিল্লা চাঁদপুর বা পার্শ্ববর্তী হাজীগঞ্জ না গিয়ে হাত বাড়ালে এ শপিং বলে রুচিশীল পোশাক পেতে সক্ষম হবেন।
তিনি আরও জানান, চলতি ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে ডিজাইনারদের তৈরি ফরমাল পোশাক, পার্টি ড্রেস, টিশার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি, নারীদের পোশাক, বাচ্চাদের পোশাক, নানা প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাবে এ মেগা মলে।
এতে বিশেষ অতিথি প্রিয় চাঁদপুরের সহ সম্পাদক ও মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,সাংবাদিক নেতা মোঃ মাসুদ রানা বলেন, শাহরাস্তিতে এক ছাদের নিচে সকল শ্রেণী ও বয়সের জন্য এই প্রথম বৃহৎ পরিসরে একটি মেগা মল উদ্ভোধন করা হয়েছে। আশা করি, শাহরাস্তির সকলেই এখানে নিজেদের পছন্দের জিনিসটি ক্রয় করতে পারবেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহারাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ঠাকুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, গণমাধ্যম কর্মী রাফিউ হাসান হামজা।
শাহরাস্তির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর সাদ্দাম বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক ও অনুসঙ্গ গ্রাহকের হাতের কাছে পৌঁছে দিতেই শাহরাস্তি উপজেলায় এই মেগা মল। এই মেগা মল কিছুটা হলেও আমাদের পছন্দের সাথে তাল মিলিয়ে জিনিস ক্রয়ে ভূমিকা রাখবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে শাহরাস্তির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। পাশাপাশি শাহরাস্তিতে কর্মরত সাংবাদিক ও স্থানীয় বাজার ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।