চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মাধ্যমিক শিক্ষকদের আয়োজনে এই খেলায়, টসে জিতে দলীয় অধিনায়ক আব্দুল আওয়ালের নেতৃত্বে সবুজ দল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন। তারা নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে নাজমুল ইসলামের নেতৃত্বে লাল দল ক্রিকেট একাদশ ১২ ওভারে ১২১ রানে ৪ উইকেট হারিয়ে উত্তেজনাপূর্বক খেলাটি ড্র হয়।
বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ব্যতিক্রমী এই আয়োজনে সকল বিদ্যালয়ের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খেলাটি ড্র হলেও অনেক দিন পর সকল শিক্ষক একত্রে হওয়ার আনন্দে তারা সামনের দিনগুলোতেও এমন আয়োজন আশা করে আয়োজক কমিটির নিকট থেকে।
খেলাটির পৃষ্ঠপোষকতা করেন অষ্ট্রগ্রাম স্পোর্টিং ক্লাবের পৃষ্টপোষক মোঃ জাহিদুল ইসলাম দিপু। ২০০১ সালে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।