বিশেষ প্রতিনিধিঃ
সিলেট মহানগর বিএনপি নেতা কামাল আহমদের নামে ফেইসবুক সোশ্যাল মিডিয়া মিথ্যা অপবাদ দেওয়ার বিষয়টি বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন সিলেট মহানগর বিএনপির সহ এান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামাল আহমদ (জিডি নং: ১৭৪৯)।
বুধবার, ২০ নভেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।
বিএনপি নেতা কামাল আহমদ জানান, আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি (Mustafa Ahmed) নামীয় ফেসবুক আইডিটির লিংক-https://www.facebook.com/profile.php?id=61565553520833&mibextid=ZbWKwL একটা ফেইসবুক আইডি থেকে আমার নামে ১৪নং ওয়ার্ডের সিলেট কালীঘাটের কারখানাঘাটে ইন্টারনেট ভিত্তিক ভারতীয় শিলং তীর জুয়া ও ঝান্ডু-মান্ডু খেলা, এইসব তীর ও ঝান্ডু মান্ডু জুয়া নেতৃত্ব দিচ্ছি বলে একটি পোস্ট করা হয় এগুলো কিছুইতেই আমি অবগত নয় আমার দলীয় সুনাম নষ্ট করার জন্য এগুলো প্রচার করা হচ্ছে আমি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়েছি।