চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর আঞ্চলিক ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
শুক্রবার, ২২ নভেম্বর সকাল ১০ ঘটিকায় খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহআলম মাষ্টার ও ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক কেফায়েত উল্ল্যাহ কেফায়েত।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী। ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী সোহাগ, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর নবী দিপু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তপাদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর দেওয়ান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাকিব প্রমুখ।
প্রধান অতিথি আলী আজগর মিয়াজি বলেন, শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়ামোদী একজন মানুষ ছিলেন৷ তার নামানুসারে একটি আয়োজনের জন্য খেড়িহর আঞ্চলিক ছাত্রদল শাখাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি৷ আমরা খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও জুয়ার মতো খারাপ কার্যক্রম থেকে বিরত রাখতে পারি। তাই এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
টুর্নামেন্টের এ খেলায় মোট ১৬ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।