শাহরাস্তিতে জাতীয় মানের প্রিমিয়ার লীগ ( SPL) টেপ টেনিস, সিজন- ২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সূচিপাড়া উবির মাঠে বর্ণাঢ্য জমকালো আয়োজনে এ খেলার উদ্বোধনী ম্যাচ শুরু করা হয়।
জাতীয় ক্রিকেটার ও শেখ জামাল ক্রিকেট ক্লাবের ক্রিকেটার ও শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু’র দৃষ্টিনন্দন আয়োজনে সিজন টু আসরের উদ্বোধনী খেলা শুরু হয়। এতে জাফরনগর লাল সবুজ ক্রিকেট ক্লাব বনাম উপলতা স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা শুরু হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করেন।
তিনি উদ্ভোধনী বক্তব্যে বলেন, উপজেলা পর্যায়ে এই ধরনের আয়োজন সত্যিই বিরল। আয়োজক মিঠু সকলের সহযোগিতা পেলে এই ক্রিকেট আসরটির মর্যাদা এই জনপদের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়বে। এতে জাতীয় মানের ক্রিকেটার তৈরি হওয়ার পথ সুগম হবে।
সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, আলী আকবর বেপারী, মনির হোসেন সহ গণমাধ্যম নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, দেড় মাস ব্যাপি এ খেলায় নকআউট পদ্ধতিতে ৩২ টি টিম অংশগ্রহণ করেন। খেলাটি সম্প্রচারে আধুনিক সকল ব্যবস্থা যার মধ্যে প্রাইভেট টিভি চ্যানেল সম্প্রচারে ( ব্রডকাস্টিং) এ ড্রোন ব্যবহার করা হয়েছে ।
উল্লেখ্য, বিকেল ৪ টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোঃ আশরাফুল ও কৌতুক নাট্য অভিনেতা হারুন কিসিঞ্জার এই ক্রিকেট আসরের দ্বিতীয় পর্বের বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন।
অনুষ্ঠানের সর্বশেষে এই টুর্নামেন্টে জমকালো আতশবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করে তোলে আয়োজকবৃন্দ।